মাহমুদুল হাসান মুক্তা।।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে জামালপুরে পালিত হলো আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানো শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে নেতৃবৃন্দ।
কর্মসূচিতে আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.