গোপালগঞ্জ সংবাদদাতা।।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় কর্মরত সকল সাংবাদিক কর্মীদের অংশ গ্রহনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে ২০জুন মঙ্গোলবার সকাল ১০টা ৩০মিনিটের সময় কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিশোধের আয়জনে কাশিয়ানী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিশোধের সভাপতি নিজামুল আলম মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলম মুন্নার সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক ঐক্য পরিশোধের মহাসচিব মিল্টন খান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ফায়েকুজ্জামান, সিএনএন বাংলার রায়হান মুন্সী জসিম, সহ অন্যান্যরা।
বক্তারা বক্তব্যে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপর্টার ও দৈনিক সাজাইল সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ মোঃ ইমরান, দৈনিক আলোচিত সময়ের কাশিয়ানী প্রতিনিধি আসরাফুজ্জমান, আনন্দ টেলিভিশনের কাশিয়ানী প্রতিনিধি ইবাদুল রানা, সাংবাদিক ঐক্য পরিশোধের অন্যান্য সদস্য সহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.