ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল ভিডিও বার্তায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ করেছেন। ধরা গলায় নিজের জীবনের কিছু ঘটনার যেমন উল্লেখ করেছেন তেমনি ফ্লয়েডের জীবনকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।
আমেরিকায় অন্য যারা পুলিশ হেফাজতে মারা যাচ্ছে মেগান তাদের কথাও স্মরণ করেন, ‘যাদের নাম জানি তাদের জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফ্লয়েডের জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ।’
কথা বলতে বলতে মেগান বার কয়েক বিরতি নেন। সম্পাদিত ভিডিওটিতে ছলছল চোখে তিনি বলেন, ‘কী বলবো সেটি সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। শুধু বলতে চেয়েছিলাম আমি নার্ভাস।’
‘আমি বুঝতে পেরেছি কিছু না বলাটা ভুল হবে।’
মেগান ১৫ বছর বয়সের নিজের একটি অভিজ্ঞতার কথা বলেন। জানান, এক শিক্ষক তাকে কথা বলার সাহস দেন।
মেগান ১৯৯২ সালের দিকে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। ওই সময় একটি দাঙ্গা দেখেছেন তিনি। রডনি কিং নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে সেসময় মার্কিন পুলিশেরা মারধর করেন।
ফ্লয়েডও একই ঘটনার শিকার। তবে আরও নির্মম। গত ২৫ মে চার শ্বেতাঙ্গ পুলিশ তার গলায় হাঁটুচেপে হত্যা করে।
নৃশংস এই ঘটনার পর আমেরিকায় তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.