ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও এটিএন নিউজের প্রতিনিধি জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তর ও এটিএন বাংলার সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, সাংবাদিক এসএম আরাফাত হাসান, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক ও ডিবিসি নিউজের প্রতিনিধি মনির হোসেন বিলাস, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, যায়যায়দিনের প্রতিনিধি মঞ্জুর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, কালেরকণ্ঠের প্রতিনিধি বিধান মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, 'সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। একজন সাংবাদিককে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যার মতো ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।'
এর আগে সকাল দশটার দিকে জেলার শিবচর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাংবাদিকেরা।
শুক্রবার সকালে শিবচর পৌর এলাকার চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা সংলগ্ন প্রেস ক্লাবের সামনে থেকে প্রেস ক্লাবের উদ্যোগে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ৭১ সড়ক হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে সাংবাদিক সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান সাংবাদিকেরা।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.