জামালপুর সংবাদদাতা।।
জামালপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
দীর্ঘ ৮ মাস পর মঙ্গলবার (১৩ জুন) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপির নির্দেশেক্রমে জামালপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
দলীয় সূত্র জানা গেছে, ২০২২ সালের (২৮ নভেম্বর) জামালপুর জিলা স্কুলের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও বাবু বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান পুর্ণাঙ্গ কমিটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করা, আওয়ামী লীগ সরকার পুনরায় গঠন করা এবং সরকার গঠন করার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.