অনলাইন ডেস্ক।।
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা সরকারের জন্যই বিপর্যয় ডেকে আনছে। একজন মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তারা ভোটারদের দূরে সরিয়ে রাখতে চাইছে।
বক্তব্য দেন মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, ইসহাক আহমদ ও শফিক আহমদ।
এদিকে, মুফতি ফয়জুল করিমের ওপর হামলায় নিন্দা ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিলেটের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.