মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।
অটোভাড়া পুনঃনির্ধারণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামালপুর জেলা অটো মালিক শ্রমিক সমিতির ব্যানারে।
বুধবার বিকেলে শহরর প্রধান সড়কে এ মিছিল বের করে অটোচালকরা। মিছিলটি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, দপ্তর সম্পাদক সালামত হোসেন, মালিক সমিতির নেতা ফারুক আহমেদ মাস্টার, লাভলু, রনি, রুবেল, চঞ্চল প্রমুখ।
বক্তারা বলেন, দেশব্যাপী অটোবাইকের মূল্যবৃদ্ধি, ব্যাটারি, খুচরা যন্ত্রণাংশ, বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে দিশেহারা অসহায় অটোচালকরা।
তাই আমাদের অস্তিত্ব রক্ষার্থে অটোভাড়া বৃদ্ধি এখন সময়ের দাবি। অনতিলম্বে অটোভাড়া বৃদ্ধি করে অটোচালকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
এমএইচএম /LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.