মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।
জামালপুরের মেলান্দহে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে
রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে
উপজেলার ফুলকোঁচা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীর দুইজন ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ের। একজন ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয়ের।
ওই পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলার মাঝ সময়ে তিন পরীক্ষর্থীর কাছে নকল পাওয়ায় তাদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে তারা ধরা পড়ে। তাই তাদের বহিষ্কার করা হয়। এ বছর তারা আর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
এমএইচএম /LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.