মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে চলন্ত গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হুনুফা বেগম ভ্যান গাড়িতে চড়ে পাশ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় পৌঁছালে ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি শুনেছি।
এমএইচএম /LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.