জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
মাদারীপুর হাজির হাওলার নুর আমিন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি গ্রেপ্তার।
আসামি ধলু চোকিদারের ছেলে সজিব চকিদার(৩০) ও সিরাজ মাতুব্বরের ছেলে তুহিন মাতুব্বর (৩২) কে গ্রেপ্তার করেছেন মাদারীপুর ডিবি পুলিশের সহয়তায় মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।গত ২৮ মে মাদারীপুর সহরের পাবলিক লাইব্রেরী সংলগ্ন হাওলাদার মটরস এর মালিক নুরআলম হাওলাদার কে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় ৩১ মে মাদারীপুর সদর থানায় ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।উল্লেখ্য গত রবিবার নুরআলম হত্যা মামলার ১ নং আসামী মাওলা চকিদার (৫০) পিতা মৃত্যু এনসার উদ্দিন চকিদার কে গ্রেপ্তার করেন পুলিশ। আজ বুধবার আদালতে আসামি তুহিন ও সজিব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.