মাদারীপুর প্রতিনিধি।।
ইতালি প্রবাসী আব্দুর রাজ্জাক এর অর্থয়ানে আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশন এর মাধ্যমে তিন শতাধিক দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শাড়ীকাপড় ও লুঙ্গি বিতরণ করেন ইতালী প্রবাসী আব্দুর রাজ্জাক এর পিতা হান্নান মোল্লা, পরিবারের সদস্য ও পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান। গতকাল বিকেলে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর নিজ বাড়ীতে এই শাড়ীকাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।
এছাড়াও এই রমজান মাসে একাধিকবার রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন ইতালি প্রবাসী আব্দুর রাজ্জাক এর অর্থায়নে তার পরিবারের সদস্যরা ও আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করে আসছে।
ইতালি প্রবাসীর আব্দুর রাজ্জাকের বাবা হান্নান মোল্লা বলেন, আমার ছেলে দীর্ঘদিন প্রবাসে বসবাস করছে, সে মানুষের কষ্ট লাগবে নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে নিজ এলাকার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন খাদ্যসামগ্রী শাড়ীকাপড় বিতরণ করে থাকে, আমরা নিজ হাতে সেগুলো বিতরণ করে থাকি। এমনকি আমার নামে আব্দুল হান্নান মোল্লা ফাউন্ডেশন নামে একটি সংগঠন রাখা হয়েছে এর মাধ্যমে নিরক্ষর মহিলা ও পুরুষদের আরবি শিক্ষা দেয়া হচ্ছে।
MHS/ LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.