মাদারীপুর প্রতিনিধি
নতুন আলোর সন্ধানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আহির ভৈরব সুরে সারেঙ্গি বাদনের মধ্য দিয়ে মাদারীপুরে বর্ষবরণ ১৪৩০ অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুর জেলার ৫ টি উপজেলায় পৃথকভাবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু করে স্বাধীনতা অঙ্গনে এসে শেষ হয়। এরপর স্বাধীনতা অঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চারদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিল্পকলা একাডেমীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, মাদারীপুর পৌরসভা কর্মকর্তাসহ সাধারণ জনগণ।
MHS / LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.