মাদারীপুর প্রতিনিধি।।
জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, দূনীর্তি ও মানব পাচার বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজৈর থানার আয়োজনে এ মানব পাচার বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ রাজৈর থানার পুলিশ সদস্যসহ রাজৈর উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় জন সাধারণ।
মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন , আমরা চেষ্টা করছি জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, দূনীর্তি ও মানব পাচার প্রতিরোধ করার। আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সকল প্রকার আইনী সহায়তা করবো, আপনাদের বিপদে, আমাদের পাশে পাবেন। তবে কেউ অবৈধভাবে কেউ বিদেশে যাবেন না।
MHS / LN24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.