মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ৫টি ফলের দোকানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর ও শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই প্রেক্ষিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর ও শিবচর পৌর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনেকগুলো দোকানে অভিযান পরিচালনা করা হয়। তবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫টি ফলের দোকানে মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এবং তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।
MHS / LN24Bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.