প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৩, ২:১৭ পি.এম
শিবচরে ৫ জেলে আটক, ৭০ হাজার মিটার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট,
মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৬০ কেজি জাটকা উদ্ধার করে পুলিশ। বুধবার(৫ এপ্রিল) সকালে শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে চরজানাজাত নৌপুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে বুধবার অভিযান চালায় নৌপুলিশ। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন,'শিবচরের চরজানাজাত এলাকার ইব্রাহিম(৩২), জাবেদ(২৮), মুন্সীগঞ্জের ভাগ্যকূল এলাকার বিষ্ণ(৩২), বি.বাড়িয়ার ইয়াসিন(২০) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল(২৫)।
চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন,'৫ জেলে আটকের সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.