মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসার উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত হতদরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৭জন রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে প্রায় ৩লক্ষ ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, উপজেলা আ.লীগ নেতা মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীবৃন্দ।
MHS /ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.