মাদারীপুর প্রতিনিধি।।
ধার্য মূল্যের বেশী দামে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা। শুক্রবার সন্ধ্যায় রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে মাদারীপুর শহরের ডিসি ব্রীজ এলাকায় ফ্যামিলী মাঠ সুপার সপকে এ জরিমানা করে আদায় করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এসময় দর্জীবাড়ী, রঙ্গ বাংলাদেশ, রিচম্যানসহ কয়েকটি পোশাক ও কসমেটিকের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর জাতীয় ভোক্তা অধিকার মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, রমজান মাস উপলক্ষে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এরমধ্যে আজকে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে ডিসি ব্রিজ এলাকায় বিভিন্ন শপিং মল, পোশাক ব্যবসায় প্রতিষ্ঠান কসমেটিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্যামিলি মাঠ সুপার সপকে ধার্য মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। আমাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
MHS /ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.