প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ৭:১৭ পি.এম
মাদারীপুরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় বখাটে ৬ মাসের কারাদণ্ড

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করার অপরাধে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
বখাটে ফয়সাল মোল্লা (২৫) একই এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এন্তাজদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্যক্ত করতো একই এলাকার ফয়সাল মোল্যা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভেতরে গিয়ে বখাটে ফয়সাল মোল্যা ঐ স্কুলছাত্রীকে উত্যক্ত করছিল। স্কুলছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে ফয়সাল ঐ ছাত্রীর গালে চড় মারে। এসময় ছাত্রী চিৎকার করলে বিদ্যালের শিক্ষকসহ অন্যরা এসে বখাটে ফয়সাল মোল্লাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ ছাত্রী বলেন, ফয়সাল আমাকে সব সময় বিরক্ত করতো। আজ আমি প্রতিবাদ করায় ও আমাকে মেরেছে। তাই ওর শাস্তি হওয়ায় আমি খুব খুশি।
বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রিপন ফকির বলেন, বখাটে ফয়সাল মোল্যা আমার সামনে বসেই এই ঘটনা ঘটিয়েছে। তাই ওর বিচার হওয়ায় আমরা খুশি। যাতে করে ও আর কোন মেয়ের সাথে এমন ঘটনা ঘটাতে না পারে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
MHS /ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.