মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে যথাযোথ্য মর্যাদায় আজ দিন ব্যাপী ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রদানের স্মৃতি বিজড়িত ৭ মার্চ স্মরণে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজিত ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে জেলা প্রশাসনসহ জেলা বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংবাদিক সংগঠন মাদারীপুর প্রেসক্লাব ও মৈত্রী মিডিয়া সেন্টার। এছাড়া জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার স্বাধীনতা অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সংক্রান্ত নাটিকা, ডকুমেন্টরি প্রদর্শণী করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তারাসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মেহেদী/লাইভনিউজ
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.