মাদারীপুর প্রতিনিধি।।
ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুরে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী শেষে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।
এসময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ- পরিচালক( উপ-সচিব) মো. নজরুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাইনউদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.