মাদারীপুর প্রতিনিধি।।
স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এই চারটি লক্ষ নিয়ে মাদারীপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক মত বিনিময় সভা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা ইতিমধ্যে জেলার শিবচর উপজেলায় স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করেছি এখন আমাদের লক্ষ স্মার্ট মাদারীপুরের কার্যক্রম শুরু করা এবং আসা করছি সারা বাংলাদেশর মধ্যে আমরা মাদারীপুরকে স্মার্ট জেলা হিসাবে ঘোষণা করতে পারবো।
এসময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মাদারীপুর সিভিল সার্জন ডা: মুনীর আহমদ খান, মাদারীপুর সদর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ।
MHS /ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.