একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরির নিজস্ব প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি হওয়া আদেশে করোনাভাইরাসের মহামারি এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে এ চার কলেজের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন স্থগিতের কথা জানায়ে ।
এর আগে ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে চার কলেজকে ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বেলেছিল।
৩১ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়।
তবে এই চার কলেজ ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.