মাদারীপুর প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলার সরকারি সমন্বিত অফিসের মাদারীপুর শিশু একাডেমির কার্যাললের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলার তথ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. বেনজীর আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি, মাদারীপুর সরকারি ডনোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভল চন্দ্র দাস, মাদারীপুর জেলা শিশু একাডেমির আর্ট শিক্ষিকা মাহফুজা, মাদারীপুর সরকারি ডনোভান উচ্চ বিদ্যালয়ের আর্ট শিক্ষক শ্রী অঞ্চন দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.