মাসুদুর রহমান :
মাদারীপুরে জ্বর,শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে মৃত্যু তাজমুল হোসেন (৪০) শরীরে করোনা শনাক্ত হয় নাই। গত শুক্রবার সকালে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
তাজমুল সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দূর্গাবর্দী এলাকার মৃত্য হাবিবুর রহমান হবি চৌকিদারের ছেলে। সম্প্রতি তিনি ঢাকা থেকে এলাকায় এসে অসুস্থ হয়ে পড়েন।
সদর হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তাজমুল। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, তাজমুল বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। ঢাকা থেকে আসার পর তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে বুধবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের কাজ সম্পন্ন করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, তাজমুল জ্বর নিয়ে ভর্তি হন। পরে তাঁর গলাব্যথা ও শ্বাসকষ্ট বাড়তে থাকে। রাতে তিনি ভালোই ছিলেন। ভোরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে।শুক্রবার সকাল আটটার দিকে তিনি মারা যান। আজ করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগিটিভ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.