অনলাইন ডেস্ক।।
দেশে গত এক দিনে করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ১১৫ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১১৫ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।
আগের দিন শনিবার ৩ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা ১০ জুনের পর সবচেয়ে কম।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনে। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন হয়েছে।
গত একদিনে করোনা থেকে সেরে উঠেছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।
গত একদিনে যে চারজন মারা গেছেন তাদের দুজন পুরুষ এবং দুজন নারী। তাদের দুজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.