অনলাইন ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় প্রেমে ব্যর্থ হয়ে মো. জামাল উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় জোহানেসবার্গের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এসহাক ব্যাপারী বাড়ির মো. বাকের হোসেনের ছেলে।
জানা যায়, জামাল উদ্দিন গ্রামের বাড়ির এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারকে জানালে পরিবার তা মেনে নেয়নি। ফলে অন্যদের অগোচরে জামাল নিজ কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. সোহেল ঢাকা পোস্টকে বলেন, মুঠোফোনে জামাল উদ্দিনের বাংলাদেশে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মস্থল থেকে ফিরে নিজ কক্ষে ফাঁস দেয়। অন্যান্যরা বাসায় ফিরে দরজা খুলে দেখে মরদেহ ঝুলে আছে।
বজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুর রহিম বলেন, পার্শ্ববর্তী বাংলাবাজার এলাকার একটি মেয়ের সঙ্গে জামালের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার বিষয়টি মেনে নেয়নি। তাই সে আত্মহত্যা করেছে।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, আমি বিষয়টি শুনেছি। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.