প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২২, ১২:১৬ পি.এম
ইতালির মিলানে ৫৯ তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত

রিয়াজুল ইসলাম কাওছার-ইতালী মিলান।।
ইতালির মিলান কনস্যুলেট জেনারেল এর আয়োজনে বিনম্র শ্রদ্ধায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস।
এবছর শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো "শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক"। মিলান কনস্যুলেট হল রুমে
অনুষ্ঠানে শহীদ শিশু শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনস্যুলেট সদস্যদের সাথে নিয়ে কনসাল জেনারেল। এবং মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ নেত্রী বৃন্দ। এসময় ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শিশু রাসেলের ক্ষনজন্মা জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে শহিদ শিশু শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।
অনুষ্ঠানে রাসেল দিবসে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন শ্রম কনসাল সাব্বির আহমেদ। ভাইস কনসাল এ. এস. এম. তাজ-উল-ইসলাম

এর পরিচালনায় আলোচনায় অংশ নেন মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ নেত্রী বৃন্দ, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিক বৃন্দ সহ কমিউনিটির ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এসময়ে বক্তারা বলেন শেখ রাসেল বেঁচে আছে বেঁচে থাকবে বাংলাদেশের সকল শিশুদের মাঝে।শেষে কেক কেটার মাধ্যমে শেষ হয় আয়োজন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.