জামালপুর সংবাদদাতা।।
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শাহজামাল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনার সভার আয়োজন করা হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ। এসময় বক্তারা দুর্যোগে আতঙ্কিত না হয়ে দুর্যোগ মোকাবেলায় সাহসিকতার সাথে কাজ ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগের উপরে মহড়া প্রদর্শন করে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.