অনলাইন ডেস্ক।।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন, সেরে উঠেছেন ৫৮৪ জন। দেশে মাঝে কয়েকদিন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা পাঁচশ ছাড়ালেও তা ফের কমে এসেছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৪১০ জন কোভিড রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার ৫৪৯ জন এবং মঙ্গলবার ৬৫৭ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল।
প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৪১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.