অনলাইন ডেস্ক।।
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।
শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানান হয়, সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২১টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। আগের দিন এই সংখ্যা ছিল ৭০৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৮ শতাংশে; আগের দিন এই হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জন হয়েছে। আরও পাঁচজনের মৃত্যুতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬৮ জন।
২৪ ঘণ্টায় ৪৪৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৫ হাজার ৬৩১ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৪৮০ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের ৩৯৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত একদিনে রংপুর বাদে দেশের সবকটি বিভাগের ১৯টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.