মাসুদুর রহমান:
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন রিপোর্ট না আসায় নতুন করে কেউ করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয় নাই। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ জন। এছাড়া ৩০৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা পূর্বের ১২৩ জন রয়েছে। মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন রিপোর্ট না আসায় নতুন করে কেউ করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের খবর নাই। ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা পূর্বের ১২৩ জন রয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৪৯ জন। এছাড়া সদর উপজেলার একজন করোনা ভাইরাস শনাক্তে হওয়ায় ব্যক্তির অসচেতনতার কারণে তাকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়নি। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় ৩০৪টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত (১ জুন ) মোট ২৭১৬ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২১২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, শিবচর উপজেলায় ২৯ জন, রাজৈর উপজেলায় ৫০ জন এবং কালকিনি উপজেলায় ১৭ জন।জেলায় সর্বোচ্চ আক্রান্ত উপজেলা রাজৈর।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.