মোঃ সবুজ সরকার সৌরভ।।
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১লা অক্টোবর (শনিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা এসময় বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খান,বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা সভাপতি ও পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.