অনলাইন ডেস্ক।
নারী সাফ জয়ী বাংলাদেশ দলকে যখন ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের পথে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। বহরে থাকা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের ঐ কর্মকর্তা বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’
স্বস্তির খবর, খুব গুরুতর কিছু হয়নি ঋতুর। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে আবার বাফুফে ভবনের পথে রওনা হচ্ছে।
সাফ জয়ী নারী ফুটবলাররা দেশে ফিরেছে আজ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেয়েদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে সাফ জয়ী মেয়েদের বহনকারী বিমান কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অন্য কর্তারা মিষ্টি খাইয়ে বরণ করে নেন সাবিনাদের।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শুরুতেই কেক কাটা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী কেক তুলে দেন অধিনায়ক সাবিনা খাতুনের মুখে। কোচ গোলাম রব্বানী ছোটনকেও কেক খাইয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.