ঘোষণা করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার সার্বিক পাসের হার কিছুটা বেড়েছে, ৮২.৮৭ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও।
রবিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষার ফল ঘোষণা করেন। ঘণ্টা দেড়েক পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসএসসি’র ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮৭ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮২.৫১ শতাংশ, কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০ শতাংশ।
এবার জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। পাসের হার ও জিপিএ ৫ দুই তালিকায় শীর্ষে রাজশাহী বোর্ড।
এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।
ঢাকা বোর্ডে এবার পাসের হার ৮২.৩৪ শতাংশ, জিপিএ ৫: ৩৬ হাজার ৪৭ জন।
যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ ৫: ১৩ হাজার ৭৬৪ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ, জিপিএ ৫: ১০ হাজার ২৪৫ জন, বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ, জিপিএ ৫: ৪ হাজার ৪৮৩ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ, জিপিএ ৫: ১২ হাজার, ৮৬ জন।
এছাড়া ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, জিপিএ ৫: ৭ হাজার ৪৩৪ জন; রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭ শতাংশ, জিপিএ ৫: ২৬ হাজার ১৬৭ জন; চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, জিপিএ ৫: ৯ হাজার ৮ জন; সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ, ৪ হাজার ২৬৩ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.