আমাকে তুমি বিশ্বাস করতে পারছ না
আমিও তোমাকে বিশ্বাস করতে পারছি না
আমাকে তুমি ছুঁতে পারছ না আমিও পারছি না তোমাকে ছুঁতে
আমার হাত, হাতের আঙুল যেন না ছোঁয় আমার ঠোঁট, নাক, চোখ
আমাকে তুমি বুকের মধ্যে নিতে পারছ না সে তো আমিও পারছি না
শুধু ঝিরিঝিরি ইচ্ছেটা বয়ে যাচ্ছে
তুমুল আকাঙ্খ্যা নিয়ে চলে যাচ্ছে
অক্টোপাসের মতো সময়
দরজা বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে আছি
হোম কোয়ারেন্টাইন মানে কি?
জানলা বন্ধ করে আইসোলেশন তৈরি হচ্ছে
আস্তে আস্তে লকডাউন হচ্ছে আমাদের পৃথিবী
এ সব কথার মানে কি, অনুভূতির মা?
দ্যাখো, আমার মনের মধ্যে প্রবহমান নদী
নদীর নামটি ভালোবাসা
তুমি কিছুতেই ঝাঁপ দিতে পারছ না
সাঁতার কাটতে পারছ না
ঝিরিঝিরি ইচ্ছেটা বা বিরিশিরি যাওয়ার আকাঙ্খ্যা
চুপচাপ চলে যাচ্ছে
বসন্তে গাছের পাতা টুপটাপ ঝরে পড়ছে, উড়ে যাচ্ছে
এসময় আমাকে স্বাধীনতার কবিতা লিখতে বলো, কীভাবে?
২১ মার্চ, ২০২০করতে পারছ না আমিও তোমাকে বিশ্বাস করতে পারছি না
আমাকে তুমি ছুঁতে পারছ না আমিও পারছি না তোমাকে ছুঁতে
আমার হাত, হাতের আঙুল যেন না ছোঁয় আমার ঠোঁট, নাক, চোখ
আমাকে তুমি বুকের মধ্যে নিতে পারছ না সে তো আমিও পারছি না
শুধু ঝিরিঝিরি ইচ্ছেটা বয়ে যাচ্ছে
তুমুল আকাঙ্খ্যা নিয়ে চলে যাচ্ছে
অক্টোপাসের মতো সময়
দরজা বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে আছি
হোম কোয়ারেন্টাইন মানে কি?
জানলা বন্ধ করে আইসোলেশন তৈরি হচ্ছে
আস্তে আস্তে লকডাউন হচ্ছে আমাদের পৃথিবী
এ সব কথার মানে কি, অনুভূতির মা?
দ্যাখো, আমার মনের মধ্যে প্রবহমান নদী
নদীর নামটি ভালোবাসা
তুমি কিছুতেই ঝাঁপ দিতে পারছ না
সাঁতার কাটতে পারছ না
ঝিরিঝিরি ইচ্ছেটা বা বিরিশিরি যাওয়ার আকাঙ্খ্যা
চুপচাপ চলে যাচ্ছে
বসন্তে গাছের পাতা টুপটাপ ঝরে পড়ছে, উড়ে যাচ্ছে
এসময় আমাকে স্বাধীনতার কবিতা লিখতে বলো, কীভাবে?
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.