অনলাইন ডেস্ক।
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। খেলায় ব্যাট হাতে সাকিব আল হাসান সেঞ্চুরি করবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে ম্যাচে নামলেই ‘সেঞ্চুরি’ হয়ে যাবে তার।
আজ দুবাইতে রাত ৮ টায় নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে তিনি পালন করছেন অধিনায়কের দায়িত্ব।
সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।
মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.