মোঃ সবুজ সরকার সৌরভ ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর আছিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। আছিয়া উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশি গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে আছিয়া তার দাদীর সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর পাড়ে যায়। তার দাদী নদীর পাড়ে বসেই পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজ করছিলেন। আছিয়া আরো দুই শিশু নদীর পাড়ে খেলা করছিল। নদীর পাড়েই ছিল একটি অর্ধেক ডোবা নৌকা। অন্য শিশুরা নদীর তীরে খেলা করলেও আছিয়া নৌকায় বসে প্লাস্টিকের বোতল নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে খেলনার বোতলটি নদীর পানিতে পড়ে যায়। বোতল তুলতে গিয়ে সেও নৌকা থেকে নদীতে পড়ে যায়। তখন পাড়ে দাঁড়ানো অপর দুই শিশুর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে।
খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে যায়। রোববার রাত ৮ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা চেষ্টা করেও শিশুর লাশ উদ্ধার করতে না পারায় অভিযান স্থগিত রাখে।
দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মুটু জানান, সোমবার সকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দুরে শিশু আছিয়ার ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.