হাফিজুল শরিফ,মাদারীপুর।।
মাদারীপুরে সড়ক পাড় হতে গিয়ে মাহিন্দ্র চাপায় প্রান হারালো বৃদ্ধ। পুলিশ এসে লাশ উদ্ধার ও মাহিন্দ্র জব্দ করলেও পালিয়ে যায় চালক। শুক্রবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ভাংঙ্গা ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বালি বেপারী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নে তার বাড়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান,তৈয়বালি বেপারী মেয়ের বাড়ী থেকে বেড়ীয়ে নিজের বাড়ী যাওয়ার সময় ভাঙ্গব্রীজ নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় কাঠাল বাড়ী ঘাট থেকে বরিশাল গামি দ্রুত গতির মাহিন্দ্র চাপা দেয়। এতে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডাসার থানা ও হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং মাহিন্দ্র টি জব্দ করে
হাইওয়ে ফারীর ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ বলেন, আমরা ঘটনা স্থানে এসে লাশটি উদ্ধার করি এবং ঘাতক মাহিন্দটি জব্দ করি ও চালক পলাতক রয়েছেন, আমরা আইন আনুগ ব্যাবস্থা নেবো।
-অফিস ডেস্ক/মেহেদী
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.