অনলাইন ডেস্ক।
গত ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
এ পর্যন্ত মোট ৯৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং চলতি বছরে ডেঙ্গুতে একজন মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.