অনলাইন ডেস্ক।
বন্যার কারণে ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, এদিন সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।
গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানি ওঠায় এই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। দু’দিন পর রানওয়ের পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.