জামালপুর সংবাদদাতা।।
বন্যার পানিতে ডুবে জামালপুরের ইসলামপুর উপজেলায় আরিফা আক্তার (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলীর পশ্চিম বামনা ঘোনাপাড়ার এলাকায় মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম। চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যায় আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। সকালে বন্যার পানিতে খেলতে গিয়ে আরিফা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ মুছু মুন্সির বাড়ির আঙ্গিনায় বন্যার পানি থেকে উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.