 
     অনলাইন ডেস্ক।
অনলাইন ডেস্ক।
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়েছে। এ ঘটনায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুন) দুপুর সোয়া ১২টার দিকে দুই জেলার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রৌকশলী (১) ফজলুল করীম।
তিনি বলেন, বন্যার পানি প্রবেশ করায় উপকেন্দ্রটি আপাতত বন্ধ করা হয়েছে। পানি নেমে গেলে উপকেন্দ্রটি আবার চালু করা হবে। আমরা পানি সেচে দ্রুততম সময়ের মধ্যে এটি আবার চালু করার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.