অনলাইন ডেস্ক।
টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে ইতোমধ্যে বন্যায় তলিয়ে গেছে পুরো সিলেট। ফলে বিমানের পর এবার বন্ধ হলো ট্রেন চলাচল। সিলেট রেলওয়ে স্টেশন থেকে এখন ছেড়ে যাবে না কোনো ট্রেন। সেই সঙ্গে সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবেও না।
শনিবার (১৮ জুন) দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
তিনি জানান, বন্যার কারণে বিভিন্ন জায়গায় রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল করবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.