জামালপুর সংবাদদাতা।।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জামালপুর সদর উপজেলাকে '‘ভূমিহীন-গৃহহীনমুক্ত'’ ঘোষণার লক্ষে কর্মপরিকল্পনা প্রণয়নের সহযোগিতায় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা হলরুমে এ যৌথ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ জামালপুর সদর ঘোষনা করতে আমাদের যা যা করণীয় সব করা হবে। তিনি বলেন, কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সেদিকে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ঘর দেয়াকে কেন্দ্র করে সদরের কোন স্থানে যেন বদনাম না হয় এদিকে প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে বলেও জানান তিনি। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.