মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার স্তুপ থেকে বুধবার বিকালে নবজাতক ছেলে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসষ্টান্ডের পৌরসভার ময়লার স্তুপের মধ্যে কে বা কারা নবজাতক শিশুটিকে রেখে যায়। সকালে রাস্তার পাশে ময়লার স্তুপের মধ্যে শিশুর লাশটি পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে নারী-পুরুষর ভিড় জমে যায়। পরে রাজৈর থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন সত্যতা স্বীকার করে জানান, শিশুটির মরদেহের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.