আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর :
মাদারীপুর ছিলারচর ইউনিয়নের চরলক্ষিপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে শহিদুল মাদবর (৩০) ও তাহার বোন ফাতেমা বেগম(২৫)কে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ফাতেমা বেগম বলেন, পুর্বে থেকেই জমি-জমা নিয়ে বিরোধ চলে আসিতেছে সেই বিরোধের জের ধরিয়া বাচ্চু মাদবর(৩২) ,মিরাজ মাদবর(২২) ,রানী বেগম(২৯), মতি বেগম(৫০),রাহাতুন বেগম(৩৫) মঙ্গলবার ২৬ মে বিকাল আনুমানিক ৪টার সময় কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় অস্র-সশ্র নিয়া আমাদের বাড়ি ঘড় কুপিয়ে তছনছ করে এবং আমাকে ও আমার বড় ভাই শহিদুল মাদবর কে এলোপাথারী ভাবে কুপিয়ে পিটিয়ে জখম করে। আমি মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।
এবিষয়ে মিরাজ মাদবরের স্ত্রী সিমা বলেন,ফতে শহিদুল আমার স্বামী মিরাজ মাদবরকে পিটিয়ে জখম করেছে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.