জামালপুর সংবাদদাতা।।
জামালপুর বিসিক শিল্পনগরীতে একটি রাইস্ মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিসিক শিল্পনগরীর মেসার্স হৃদি অটো রাইস মিলসের কৃষিপণ্য বিপননের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন। আজ বুধবার দুপুরে বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়। জানা যায়, চালের বাজার স্থিতিশিল রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন আজ বুধবার দুপুরে বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি অটো রাইস মিলে অভিযান চালান। অভিযানের সময় ওই রাইসমিলটিতে কৃষিপণ্য বিপননের লাইসেন্স না থাকার অভিযোগের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। আইন ভঙ্গ করে রাইস মিলে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে রাইস মিলটির মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই রাইস মিল মালিককে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন জানান, শহরের বিসিক শিল্পনগরীতে মেসার্স হৃদি রাইস্ মিলে কৃষি পণ্য বিপননের কোন লাইলেন্স না থাকায় ২০১৮ সালের কৃষি পণ্য বিপনন আইনে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.