অনলাইন ডেস্ক।
স্কয়ার, একমি, অপসোনিন, ইনসেপ্টাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ পিস নকল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
রবিবার ঢাকা মহানগরীর মিটফোর্ট, কুমিল্লার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নকল ওষুধ চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির হোসেন, আইনুল ইসলাম, মো. মোরশেদ আলম শাওন, আল আমিন চঞ্চল, মো. সাগর, মো. আবির, মো. রুবেল, মো. নাজিম উদ্দিন, মো. তৌহিদ ও মো. পারভেজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা অন্যান্য আসামির সাথে পরস্পর যোগসাজশে দেশীয় নামী দামী ব্র্যান্ডের বাজারে বহুল প্রচলিত ওষুধ বিপুল পরিমাণে তৈরি করে বাজারে ছড়িয়ে দিত।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.