অনলাইন ডেস্ক।
দেশের কোথাও জবাবদিহিতা নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
সোমবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফাইল এ দাবি করেন তিনি।
জি এম কাদের বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষরা গুরুত্বপূর্ণ পদে আসীন। আবার সব কাজই দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হয়, তাই জবাবদিহিতার কোনো সুযোগ থাকে না।
তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় কেউই দায়িত্ব পালনে সচেতন নন। সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বাংলাদেশে দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, দু-এক দিন পরপরই দুর্ঘটনা ঘটছে, এ কারণেই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়।
দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.