জামালপুর সংবাদদাতা।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজন, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়। এই হামলার দায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপিয়ে জল ঘোলা করতে চায় বিএনপি। এর উচিত জবাব দেবে বাংলাদেশ ছাত্রলীগ। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ যখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে ঠিক তখনই বিএনপি ছাত্রদলের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করছে
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.